বাংলায় একদিনে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল৷ ফলে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট ১৭,৯০৭ জন৷ সোমবারের রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬২৪ জন৷ যা একদিনের হিসেবে সর্বোচ্চ৷ নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের৷
ফলে মৃতের সংখ্যা মোট ৬৫৩ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৫৩৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫২৬ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১,৭১৯ জন৷ যা শতাংশের হিসেবে ৬৫.৪৪ শতাংশ৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ফের বাড়ছে৷ গতকাল ছিল ৫,৪৫১ জন৷ সেটা বেড়ে আজ সোমবার হল ৫,৫৩৫ জন৷
গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ১৪ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫৩ জনে৷ যে ১৪ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ৬ জন৷ উত্তর ২৪ পরগনার ২ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ১ জন৷ হাওড়ার ৩ জন৷ হুগলির ১ জন৷ পশ্চিম মেদিনীপুরের ১ জন৷
বাংলায় নতুন করে ৯৫১৩ টি টেস্ট হয়েছে৷ ফলে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৫৩১৬ জন৷ যা শতাংশের হিসেবে ৩.৭৪ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫১টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৭৮ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷
এর মধ্যে সরকারি ২৫ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷ এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭২ জন৷ মোট আক্রান্ত ৫,৭৫৩ জন৷
এর মধ্যে গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ১৮০ জন৷ নতুন করে ছাড়া পেয়েছেন ৩৩৯ জন৷ ফলে কলকাতায় মোট ছাড়া পেলেন ৩৬০৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৭৭২ জন৷ কলকাতায় করোনার প্রকোপ বৃদ্ধি হওয়া নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, ‘কলকাতায় করোনা রোগীর সংখ্যা বেশি দেখানো হচ্ছে। কলকাতার হাসপাতালগুলিতে জেলার রোগীরাও ভরতি হচ্ছেন। কলকাতার হাসপাতালে ভর্তি হওয়ার দরুণ রেকর্ডটা কলকাতার বলে দেখানো হচ্ছে।’
Be the first to comment