৪৬ ঘণ্টা অতিক্রান্ত, কলকাতার বাড়িতে পড়ে রয়েছে করোনায় মৃত বৃদ্ধের দেহ

Spread the love

করোনায় মৃতদের দেহ দীর্ঘ সময় হাসপাতালের ওয়ার্ডে পড়ে থাকার অভিযোগ আগেই উঠেছিল রাজ্যে। এবার কোভিডে আক্রান্ত মৃতের দেহ দু’দিন ধরে বাড়িতে পড়ে থাকার ঘটনা ঘটল খোদ কলকাতায়। মৃত বৃদ্ধের পরিবারের অভিযোগ, সৎকারের জন্য স্বাস্থ্য ভবন। পুরসভাকে বলেও কোনও লাভ হয়নি। সোমবার দুপুর তিনটে থেকে আজ বুধবার বেলা একটা—৪৬ ঘণ্টা ধরে আমহার্স স্ট্রিটের বাড়িতে পড়ে রয়েছে করোনায় আক্রান্ত ৭১ বছর বয়সী মোহন মল্লিকের দেহ।

মৃতের ভাইপো জানিয়েছেন, তাঁর কাকার জ্বর-সর্দির মতো উপসর্গ ছিল। সোমবার দুপুরে খাওয়াদাওয়ার পর আচমকাই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তারপর স্থানীয় চিকিৎসককে ডাকেন প্রতিবেশীরা। তিনি এসে মোহনবাবুকে মৃত বলে ঘোষণা করেন।

তখনই ওই চিকিৎসককে প্রতিবেশীরা জানান, জ্বর-সর্দির মতো উপসর্গ ছিল এই ব্যক্তির। চিকিৎসক পরামর্শ দেন, কোভিডের নমুনা পরীক্ষা করিয়ে তারপর সৎকার করতে। সেই মতো একটি বেসরকারি ল্যাবে খবর দেয় বাড়ির লোক। সোমবার বিকেলে সেখানকার প্যারামেডিক্যাল স্টাফরা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। সোমবার রাতভর বাড়িতেই রাখা থাকে বৃদ্ধের দেহ।

তাঁর ভাইপো আরও বলেন, মঙ্গলবার সকালের পর থেকেই আমরা বুঝতে পারি দেহে পচন ধরতে শুরু করেছে। পিস হেভনে যোগাযোগ করা হয়। তাঁরা জানিয়ে দেন, কোভিড উপসর্গ থাকা কারও দেহ পিস হেভনে রাখা হবে না। এরপর বাড়িতেই বরফ দিয়ে দেহ রাখার বন্দোবস্ত করেন মৃতের পরিবারের লোকজন।

এর মধ্যে থানা, পুরসভা, স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেও কোনও দিশা পাননি বলে জানিয়েছেন মোহন মল্লিকের পরিবারের লোকজন। গতকাল, মঙ্গলবার রাত দশটা নাগাদ রিপোর্ট আসে ওই বেসরকারি ল্যাব থেকে। তাতে দেখা যায়, মৃত ব্যক্তি করোনা পজিটিভ। রাতে যোগাযোগ করা হয় আমহার্স স্ট্রিট থানায়। মৃতের ভাইপো বলেন, পুলিশ জানায়, এত রাতে কিছু করা যাবে না। যা হবে বুধবার সকালে।

বেলা একটা পর্যন্ত ওই বৃদ্ধের দেহ পড়ে রয়েছে বাড়িতেই। তবে মৃতের ভাইপো জানিয়েছেন, আমহার্স স্ট্রিট থানার পুলিশ তাঁদের যথেষ্ট সহযোগিতা করেছেন। পরিবারের আশা, এদিন বিকেলের মধ্যেই মৃতের দেহ সৎকার করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*