একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, দেশে করোনা আক্রান্ত প্রায় ২১ হাজার

Spread the love

প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। একদিনের নিরিখে এবার দেশে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২০ হাজার ৯০৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪।

জুলাইয়ের প্রথম সপ্তাহেই একদিনের নিরিখে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড দেশে। প্রায় ২১ হাজারের কাছাকাছি মানুষ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হলেন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ২৭ হাজার ৪৩৯টি। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী করোনায় গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ২১৩।

করোনার লাগামহীন সংক্রমণ গোটা দেশে। প্রতিদিন হাজার-হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। একটানা লকডাউন, স্বাস্থ্যবিধি পালন-সহ একাধিক সতর্কতামূলক ব্যবস্থা সত্ত্বেও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না।

দেশের মধ্যে করেনার সর্বাধিক সংক্রমণ মহারাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৮৬ হাজার ৬২৬ জন। মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ৮ হাজার ১৭৮।

সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরে এখনও রয়েছে তামিলনাড়ু। প্রতিদিন বহু মানুষ দক্ষিণের এই রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তামিলনাড়ুতে ৯৮ হাজারেরও বেশি মানুষ এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন।

রাজধানী দিল্লিতেও বিপজ্জনক রূপ নিয়েছে মারণ করোনা। শুক্রবার সকাল পর্যন্ত দিল্লিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯২ হাজার ১৭৫। রাজধানীতে করোনায় মৃত বেড়ে ২ হাজার ৮৬৪।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*