করোনা আতঙ্কে একগুচ্ছ ট্রেন বাতিল

Spread the love

করোনা আতঙ্কের জেরে কার্যত গৃহবন্দী মানুষ। ফলে প্রতিদিনই কমছে রেলের যাত্রী সংখ্যা। তার জেরেই একের পর এক বাতিল করা হচ্ছে ট্রেন। এদিনও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন যাত্রী কমের কারণে বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। আপ ও ডাউনে হাওড়া-পুরী-হাওড়া গরীব রথ ট্রেন বাতিল করা হয়েছে। আপে ২৪,২৬,ও ৩১ মার্চ এবং ডাউনে ২৩,২৫,ও ৩০ মার্চ চালানো হবে না ট্রেনটি।

এছাড়া হাওড়া- পুরী শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি আপে আগামী ২০ ও ৩১ মার্চ এবং ডাউনেও ওই দিনগুলিতে চলাচল করবে না। এছাড়াও ২১ ও ২৮ মার্চ রাঁচী-পাটনা এক্সপ্রেস ও ২২ ও ২৯ মার্চ পাটনা-রাঁচী এক্সপ্রেস চলাচল করবে না। এছাড়াও ভুবনেশ্বর-ধানবাদ গরীব রথ ২০,২২,২৪,২৭,২৯ ও ৩১ মার্চ বন্ধ থাকবে। ধানবাদ-ভুবনেশ্বর গরীব রথ ট্রেনটি ২১,২৩,২৫,২৮,৩০ মার্চ ও ১ এপ্রিল বন্ধ থাকবে। এছাড়াও ভুবনেশ্বর-দিল্লি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি আপ ২৫ মার্চ ও ডাউন ২৬ মার্চ চলাচল করবে না বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যানিক করতে বারণ করেন শুধু তাই নয় তাঁর বক্তব্য ‘বাজার বন্ধ হলে খাব কি?” করোনা ভাইরাসের আবহে বেড়েছে কালোবাজারি। তৈরি হচ্ছে প্রয়োজনীয় জিনিসের আকাল। বন্ধ হয়েছে সীমান্ত। তবে তিনি আশা করছেন রাজ্য তাঁদের মানুষকে প্রয়োজনীয় জিনিস পাবেন।

এদিন সরকারি এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, বাজারে যারা গুজব ছড়াচ্ছেন বা ভূল তথ্য দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এছাড়া, পরিস্থিতি সামাল দিতে দুইলক্ষ মাস্ক, দুই লক্ষ বিশেষ পোশাক, ১০হাজার থার্মাল স্ক্রিনিং মেশিন এবং ৩০০ ভেন্টিলেশন মেশিনের অর্ডার দেওয়া হয়েছে৷ এরমধ্যে ৭০টি ভেন্টিলেশন মেশিন রাজ্যে সরকারের কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে বাকীগুলি এসে যাবে বলে মনে করা হচ্ছে৷

এদিন বিকেলে ওই বৈঠকে শুরুতেই রাজ্যে আইসোলেশন বেড বাডা়নোর সিদ্ধান্তের কথা৷ বেলেঘাটা আইডি-তে ২২টি থেকে বাড়িয়ে ১০০টি আইসোলেশন বেডে করা হচ্ছে বলে তিনি জানান৷ এছাড়াও বাঙ্গুরে হাসপাতাল সংলগ্ন নতুন বিল্ডিংএ ১৫০টি আইসোলেশন বেড করার কথা জানান মুখ্যমন্ত্রী৷ এটিকে বাঙ্গুরের মূল হাসপাতাল থেকে আলাদা করে রাখার কথা বলেছেন তিনি ৷ তাই এদের জন্য অন্য আলাদা গেটের ব্যবস্থা রাখা হচ্ছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*