আক্রান্ত ১০৮৮, মৃত ২৭! বাংলায় অশনি সংকেত

Spread the love

বাংলায় করোনা পরিস্থিতিতে অশনি সংকেত। বৃহস্পতিবার আক্রান্ত এবং মৃত ব্যক্তির আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল। এই প্রথম রাজ্যে একদিনে এক হাজারের বেশি মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়ল। এর মধ্যে শুধুমাত্র কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় অর্ধেকেরও বেশি নয়া আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন আরও ২৭ জন।

উল্লেখ্য, সংক্রমণ রুখতে এদিন বিকেল পাঁচটা থেকে রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন শুরু হয়েছে। প্রাথমিকভাবে আগামী সাতদিন এই কড়াকড়ি চলবে। লকডাউনের প্রথম দিনেই রাজ্যের সামগ্রিক করোনা-চিত্র সরকারি আধিকারিকদের অস্বস্তি আরও বাড়ানোর জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন থেকে প্রকাশিত রাজ্যের করোনা বুলেটিনের পরিসংখ্যন আঁতকে ওঠার মতো। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১ হাজার ৮৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা গতকালের ২৪ হাজার ৮২৩ জন থেকে এক লাফে বেড়ে হয়েছে ২৫ হাজার ৯১১ জন।

এর মধ্যে এদিন সকাল ৯টা পর্যন্ত আরও ৫৩৫ জন সুস্থ হয়ে ওঠায় মোট করোনা মুক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬২৬ জন। সুস্থতার হার ৬৪. ৯৩ শতাংশ। আর অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩১ জন।

অন্যদিকে, রাজ্যে করোনায় মৃত্যু মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫৪ জন। এর মধ্যে শুধুমাত্র কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৫৭ জন। আর গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা ১৩।

আক্রান্তের সংখ্যার নিরিখে জেলাগুলির মধ্যে এখনও শীর্ষে কলকাতা। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, শহরে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৬৮ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪ হাজার ৬১৭ জন। কলকাতার আর এক পাশের জেলা হাওড়ায় ৩ হাজার ৫৬৫ জন আক্রান্ত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*