করোনা রুখতে রাজ্যের সমস্ত আধার কার্ড কেন্দ্রগুলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে এই মর্মে জেলায় জেলায় নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে নবান্ন।স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দেশে এক জায়গায় অনেক মানুষের জমায়েত আটকানোর কথা বলা হয়েছে। সেই কারণেই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের সমস্ত আধার কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৭৪ জন এই ভাইরাসে সংক্রামিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ‘হু’-এর নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় সরকার রাজ্যে রাজ্যে যে নির্দেশিকা পাঠিয়েছে, সেই অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। সমস্ত জেলাশাসক, পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি, কর্পোরেশনের মেয়রকে এই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। বলা হয়েছে, দ্রুততারসঙ্গে আধার কার্ড কেন্দ্র বন্ধ করতে হবে।
ইতিমধ্যেই দেশের বেশিরভাগ রাজ্যেই ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে৷ এবার সেই তালিকায় যুক্ত হল আধার কার্ড কেন্দ্রও।
Be the first to comment