বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল৷ শনিবার থেকে রবিবার সকাল ৯ টা পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের৷ ফলে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩২ জন৷ গতকাল শনিবার এই সংখ্যাটা ছিল ৯০৬ জনে।
তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১০,৫০০ জন৷ গতকাল ছিল ৯,৫৮৮ জন৷ একদিনে বেড়েছে ৯১২ জন৷ রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১,৫৬০ জন।ফলে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ১৩ জন৷ গতকাল শনিবার ছিল ২৮,৪৫৩ জনে ৷
আক্রান্ত ও মৃতের পাশাপাশি অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। একদিনে ৬২২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮,৫৮১ জন৷ গতকাল ছিল ১৭,৯৫৯ জন। ফলে ৬৩.১১ শতাংশ থেকে কমে হল ৬১.৯০ শতাংশ৷ যে ২৬ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ১৩ জন৷
উত্তর ২৪ পরগনার ৩ জন৷ দক্ষিন ২৪ পরগনার ৪ জন৷ হাওড়া ২ জন৷ পশ্চিম মেদেনীপুর ২ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ দার্জিলিং ১ জন৷ গতকাল শনিবার একদিনে মৃতের সংখ্যাটা ছিল ২৬ জন৷ তাদের মধ্যে কলকাতারই ১৬ জন৷ উত্তর ২৪ পরগনার ৫ জন৷ হাওড়া ৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ১ জন৷ বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১১,৭০৯ টি ৷
তবে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৬ লক্ষ ১৭ হাজার ০৭৯ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৬,৮৫৬ জন৷ যা শতাংশের হিসেবে ৪.৮৬ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫২টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৮০ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷
এর মধ্যে সরকারি ২৬ টি হাসপাতাল ও ৫৪ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷ এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৯৯ জন৷ মোট আক্রান্ত ৯,৬০৮ জন৷
এর মধ্যে গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ৪৫৪ জন৷ নতুন করে ছাড়া পেয়েছেন ১৫৩ জন৷ ফলে কলকাতায় মোট ছাড়া পেলেন ৫,৫৪১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩,৫৬৮ জন৷
Be the first to comment