বাংলায় একদিনে কমল আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ সোমবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে নেমে আসলো৷ রবিবার থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের৷ সেখানে গতকাল রবিবার ছিল ২৬ জন৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৫৬ জন৷ গতকাল রবিবার এই সংখ্যাটা ছিল ৯৩২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা হল ১১,২৭৯ জন৷ গতকাল রবিবার ছিল ১০,৫০০ জন৷ একদিনে বেড়েছে ৭৭৯ জন ৷
সোমবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১,৪৩৫ জন৷ গতকাল ছিল ১,৫৬০ জন।এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১,৪৪৮ জন৷ গতকাল ছিল ৩০ হাজার ১৩ জন৷ আক্রান্ত ও মৃতের পাশাপাশি অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।
একদিনে ৬৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯,২১৩ জন৷ শতাংশ এর হিসেবে ৬১.০৯ শতাংশ ৷ যে ২৪ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ১০ জন৷ উত্তর ২৪ পরগনার ৮ জন৷ দক্ষিন ২৪ পরগনার ১ জন৷ হাওড়া ২ জন৷ হুগলী ২ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১০,৩৫৯ টি ৷ রবিবার ছিল ১১,৭০৯ টি ৷
কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷ এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫০৯ জন৷ মোট আক্রান্ত ১০,০২৬ জন৷ এর মধ্যে গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ৪১৮ জন৷ নতুন করে ছাড়া পেয়েছেন ১৮১ জন৷ ফলে কলকাতায় মোট ছাড়া পেলেন ৫,৭২২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩,৭৯৫ জন৷
অন্যদিকে, পশ্চিমবঙ্গে প্রত্যেকদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষত চার জেলায় সর্বাধিক সংক্রমণ হয়েছে বলে জানা যাচ্ছে। তাই এবার জরুরি ভিত্তিতে নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য সরকার।
তবে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৬ লক্ষ ২৭ হাজার ৪৩৮ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৬,৯৭২ জন৷ যা শতাংশের হিসেবে ৫.০১ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫২টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে ৷
বাংলায় ৮০ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৬ টি হাসপাতাল ও ৫৪ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি ৷ সোমবার সেই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগণার ক্ষেত্রে এই নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে।
Be the first to comment