প্রতিদিনই ভাঙছে দেশে করোনা সংক্রমণের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯,৪২৯ জন। মৃত্যু হয়েছে ৫৮২ জনের। এনিয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৩৬,১৮১ জন। মোট মৃত ২৪,৩০৯ জন। সুস্থ হয়েছেন ৫,৯২,০৩২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সুস্থতার হার এখন ৬৩.২০ শতাংশ। সংক্রমণ ও সুস্থতার অনুপাত এখন ৯৬.০৫ %: ৩.৯৫%। এদিকে, উদ্বেগ বাড়াচ্ছে বেঙ্গালুরুর পরিস্থিতি। সেখানে এখন ৭ দিনের লকডাউন চলছে। গত আড়াই সপ্তাহে বেঙ্গালুরুতে হু হু করে বেড়েছে সংক্রমণ। মে মাসে লকডাউনের শেষে কর্নাটকের রাজধানীতে সংক্রমণ ছিল মাত্র ৩৭৪ জনের।
লকডাউন তোলার পর ১৯ জুন থেকে ২৫ জুন দিনে সংক্রমিত হয়েছেন গড়ে ১৪০ জন। গত ১৭ দিনে সংক্রমণ বেড়ে গিয়েছে দশগুণ। ১৩ জুলাই মোট আক্রান্ত ২০ হাজার ছাড়িয়েছে।
Be the first to comment