রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১৫৮৯ জন

Spread the love

রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১৫৮৯ জন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ হাজার ৪২৭। আজ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত কোভিড বুলেটিনে এমনটাই জানিয়েছে।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২০ জন। ফলে এই পর্যন্ত রাজ্যে মোট করোনা নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০০০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সেরে উঠেছেন রেকর্ড সংখ্যক রোগী, ৭৪৯ জন।

মঙ্গলবার থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের৷ গতকাল সংখ্যাটা ছিল ২৪ জনে৷ তবে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা পৌঁছে গেল হাজারের ঘরে৷ অর্থাৎ বাংলায় মোট মৃত্যু ১০০০ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৯৮০ জনে৷ কিন্তু অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও ১২ হাজার ছাড়াল৷ অর্থাৎ এই মূহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১২,৭৪৭ জন৷ গতকাল ছিল ১১,৯২৭ জনে৷ একদিনে বেড়েছে ৮২০ জন৷

একদিনে ৭৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৭১৮ জনে৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২০,৬৮০ জন৷ শতাংশ এর হিসেবে ৬০.০৬ শতাংশ৷ যে ২০ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতার ৯ জন৷ উত্তর ২৪ পরগনার ৬ জন৷ হাওড়া ৩ জন৷ হুগলী ১ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১১,৩৮৮টি৷ গতকালের থেকে বেশি৷

গতকাল ছিল ১১,১০২ টি৷ তবেএই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৬ লক্ষ ৪৯ হাজার ৯২৮ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট বেড়ে ৭,২২১ জন৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫২টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

বাংলায় ৮০ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৬ টি হাসপাতাল ও ৫৪ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*