দেশে লাফিয়ে বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৩৭ হাজার ৭২৪ জন। মঙ্গলবারে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের।
নতুন করে আক্রান্ত ও মৃত্যুর হিসেব ধরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন ও মোট মৃত্যু সংখ্যা ২৮ হাজার ৭৩২। তবে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন।
দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা আক্রান্ত অনেক রোগীই উপসর্গহীন। এই তালিকায় অন্যতম দিল্লি। উপসর্গহীন করোনা আক্রান্তদের থেকে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্তারা।
তবে উপসর্গহীন করোনা আক্রান্তদের চিহ্নিত করার কাজটিও বেশ কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। স্বাস্থ্যমন্ত্রকের তরফএ জানানো হয়েছে, বেশি করে করোনা পরীক্ষা ও আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছেন তা জানতে পারলে এক্ষেত্রে উপসর্গহীনদের শনাক্ত করতে সুবিধা হবে।
অন্যদিকে টেনের এক বায়োটেক কোম্পানি সিনাইরজেনের দাবি তাদের প্রোটিন ট্রিটমেন্টের হিউম্যান ট্রায়াল সাফল্য পেয়েছে। এর ফলে করোনা আক্রান্তদের শরীরে প্রকোপ কমেছে উল্লেখযোগ্য ভাবে।
Be the first to comment