শেষ ২৪ ঘণ্টায় মৃত ৩৯, আবারও রেকর্ড বাংলায়

Spread the love

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন ৩৯ জন। এতদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ঘটল বাংলায়। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রামিতও হয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ। ২২৯১ জন। এঁদের মধ্যে শুধু কলকাতাতেই সংখ্যাটা ৭০০ ছুঁইছুঁই।

বুধবার সন্ধেয় প্রকাশিত কোভিড বুলেটিন দেখে ক্রমশই স্বাস্থ্যকর্তাদের কপালের ভাঁজ ক্রমে গভীর হচ্ছে। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ হাজার ৩২১। করোনা নিয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১২২১ জনের।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬১৫ জন। রাজ্যে মোট সুস্থ হলেন ২৯ হাজার ৬৫০ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রয়েছেন ১৮ হাজার ৪৫০ জন। রাজ্যে ডিসচার্স রেট ৬০.১১ শতাংশ। তবেঁ উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিন সংক্রমণ তুলনামূলক কম।

এদিনের বুলেটিন বলছে, কলকাতা থেকে মারা গেছেন ১৫ জন। এর ফলে এই শহরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২৩। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১১ জন। ৩ জন করে মারা গেছেন হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে। হাওড়া থেকে মারা গেছেন ২ জন। ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*