দেশে কোরোনায় একদিনেই আক্রান্ত প্রায় ৫০ হাজার

Spread the love

দেশে গত ২৪ ঘণ্টায় কোরোনায় আক্রান্ত প্রায় ৫০ হাজার ৷ যা একদিনের নিরিখে সর্বোচ্চ ৷ একইসঙ্গে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৪ লাখের গণ্ডি ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৩১ জন ৷ মৃত্যু হয়েছে ৭০৮ জনের ৷

বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ ৷ যার মধ্যে সক্রিয় সংক্রমণের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ১১৪ ৷ সুস্থ হয়েছেন ৯ লাখ ১৭ হাজার ৫৬৮ ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৩২ হাজার ৭৭১ জনের ৷

আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৭৯৯ ৷ মহরাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু ৷ সেখানে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৭২৩ ৷ দেশে সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ রাজধানীতে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ৬০৬ ৷

মৃত্যুর নিরিখেও প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৫৬ জনের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২৭ জনের ৷ তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু ৷ মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৪ জনের ৷

ICMR-এর তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে ১ কোটি ৬৮ লাখ ৬ হাজার ৮০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার মধ্যে গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৪৭২ জনের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*