কলকাতায় একদিনে কমল মৃতের সংখ্যা ৷ কলকাতাকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল উত্তর ২৪ পরগণা ৷ বুধবার স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১১ জনের,আর উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৬ জনের ৷ বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,কলকাতাতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১ জনের ৷
মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৭ জনে ৷ সোমবার ছিল ২৩ জনে৷ ওটাই ছিল একদিনে কলকাতার সর্বোচ্চ মৃতের সংখ্যা ৷ তবে শুধু কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১২১ জনের৷ এছাড়া কলকাতাতে একদিনে আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন ৷ মঙ্গলবার ছিল ৬০০ জন৷ সোমবার ছিল ৫৪৮ জন ৷
তবে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৪ হাজার ১৩৩ জন ৷ তথ্য অনুযায়ী, একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ফের বেড়েছে ৷
গত ২৪ ঘন্টায় ৫০ জন বেড়ে মোট সংখ্যাটা হল ৬,৪২১ জন ৷ মঙ্গলবার ছিল ৬,৩৭১ জন৷ সোমবার ছিল ৬,৪২৪ জন ৷ রবিবার ছিল ৬,৫১৭ জন৷ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬০৫ জন৷ মঙ্গলবার ছিল ৬৩৬ জন৷ সোমবার ছিল ৬১৮ জন ৷
একদিনে আক্রান্ত তিন হাজারের বেশি ৷ পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,১৬৯ জন ৷ মঙ্গলবার ছিল ৩,১৭৫ জন৷ সোমবার ছিল ৩,০৮০ জন ৷ এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ২৫ হাজার ৯২২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে হয়েছে ২৭ হাজার ৬৭৮ জন৷ একদিনে বেড়েছে ১৪৩ জন ৷
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৯৭৩ জন৷ মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২,৯৮৭ জন ৷ সোমবার ছিল ২,৯৩২ জন ৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠেছেন ৯৫ হাজার ৬৬৩ জন ৷
Be the first to comment