কোরোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০-এ, আক্রান্ত ৪৭৬ ৷ বিগত ২৪ ঘণ্টাতেই কোরোনায় আক্রান্ত হয়েছেন ৮০ জন ৷ কোরোনা প্রতিরোধে ৩০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউনের নির্দেশ জারি করা হয়েছে কাল থেকে ৷ নিয়ম না মানলে নোওয়া হচ্ছে আইনি পদক্ষেপও ৷
পরিস্থিতি প্রতিনিয়ত জটিল হয়ে উঠছে ৷ সতর্কতার অভাবে ও ভ্রমণ ইতিহাস গোপন করায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল ৷ সংক্রমণ রোধে আন্তর্জাতিক বিমানের পাশাপাশি আজ মধ্যরাত থেকে অন্তর্দেশীয় বিমানও আগামী ৩১ মার্চ অবধি বাতিল করা হল ৷
কাল কোরোনায় আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ ৷ দুই ব্যক্তির মধ্যে একজন কলকাতার বাসিন্দা, অপরজন হিমাচল প্রদেশের বাসিন্দা ৷ অন্যদিকে পঞ্জাব ও মহারাষ্ট্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ ৷ পঞ্জাবে ৯০ হাজার অনাবাসী ভারতীয় কোরোনা আতঙ্কে দেশে ফেরায় আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বাড়তে পারে বলে মনে করছেন পঞ্জাব সরকার ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে একটি চিঠি লিখে কোরোনা মোকাবিলায় ১৫০ কোটি টাকা অনুদানের আবেদন করেন ৷
একদিকে যেমন মণিপুরে প্রথম আক্রান্তের খোঁজ মিলেছে, অন্যদিকে দিল্লিতে আজ নতুন করে কোনও আক্রান্তের খোঁজ মেলেনি ৷ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরবেন ৫ জন ৷ কাল দিল্লিতে লকডাউনের নির্দেশ না মানার অভিযোগে ৯০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷
মহারাষ্ট্রে আজ নতুন করে চারজন আক্রান্তের খোঁজ মেলায় মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০১ -এ ৷ গুজরাতে নতুন দুইজন আক্রান্ত মিলিয়ে মোট সংখ্যা ৩৩-এ পৌছেছে ৷ CMC ও ভেলোরে কোরোনা ভাইরাসের পরীক্ষা করার অনুমতি মেলায় বাকি ল্যাবগুলির উপর চাপ কমবে বলে মনে করা হচ্ছে ৷
Be the first to comment