বাংলায় এই পর্যন্ত প্রায় চার লক্ষ আক্রান্ত ৷ যদিও এদের মধ্যে সাড়ে তিন লক্ষের বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন ৷ তার ফলে বর্তমানে ৩৫ হাজারের একটু বেশি চিকিৎসাধীন রয়েছেন৷ শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্ত ৩,৯৪২ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,৯৪৮ জন৷ তুলনামূলক কমল আক্রান্তের সংখ্যা ৷
এমনকি আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি ৷ তবে এই পর্যন্ত মোট আক্রান্ত ৩ লক্ষ ৯৭ হাজার ৪৬৬ জন ৷ প্রায় চার লক্ষ৷ সংক্রমণের হার ৮.৬৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার ছিল ৫৪ জন ৷ কিছুদিন আগে এই সংখ্যাটা ৬৩ তে পৌঁছে গিয়েছিল ৷ যদিও এই মূহুর্তে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৭,১৭৭ জন ৷ রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪,২৮৩ জন৷ বৃহস্পতিবার ছিল ৪,১৮৭ জন ৷
তার ফলে বাংলায় সাড়ে তিন লক্ষ ছাড়াল সুস্থতার সংখ্যা৷ অর্থাৎ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৪ হাজার ৭৩২ জন৷ সুস্থতার হার বেড়ে ৮৯.২৫ শতাংশ ৷ ৫ নভেম্বরের তথ্য অনুযায়ী, রাজ্যে মৃত্যুর হার ১ দশমিক ৮০ শতাংশ ৷ যা এক সময় ২ শতাংশের ওপরে ছিল ৷ রাজ্যে সুস্থতার হার ছিল ৮৯.০৫ শতাংশ ৷
Be the first to comment