দেশজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩০

Spread the love

আতঙ্ক বাড়াচ্ছে ভয়াল করোনা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৩০। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। এটাই উপত্যকায় প্রথম আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত সবচেয়ে বেশি রোগীর খোঁজ মিলেছে মহারাষ্ট্রে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে চলছে ২১ দিনের টানা লকডাউন। মঙ্গকবার রাতেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন চলাকালীন বাঁশিতে নিজেদের ঘরে থাকতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে রাজ্যগুলিকে ও যথোপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবারে সকালেই জম্মু কাশ্মীর থেকে প্রথম কোনও আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসে মৃত পরিবারের আরও চার সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। আক্রান্তদের কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এদিন মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়।

বাংলায় নতুন করে করোনা আক্রান্ত এক রোগীর সন্ধান মিলেছে। ইএম বাইপাস সংলগ্ন নয়াবাদের বাসিন্দা। তিনি বর্তমানে পিয়ারলেস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হল ১০।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*