বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, কমলো মৃতের সংখ্যাও

Spread the love

বাংলায় করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। একদিনের নিরিখে রাজ্যে করোনায় কমল মৃত্যুও। সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের ৷ রবিবার এই সংখ্যাটা ছিল ১৯ ৷ সব মিলিয়ে বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৯৫৭।

একদিনে আক্রান্ত মাত্র ৬১২ জন ৷ এর কারণ রাজ্যে গত ২৪ ঘন্টায় তুলনামূলক কম হয়েছে করোনা টেস্ট ৷ তথ্য অনুযায়ী ২৩ হাজার ৩১৩ টি ৷ আগেরদিন অর্থাৎ রবিবারও টেস্ট হয়েছিল ৩৫ হাজার ১২৩ টি ৷ একদিনে ১০ হাজারের কম টেস্ট হয়েছে ৷

একদিনে সংক্রমণের সংখ্যা কম হলেও বাংলায় মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৫ লক্ষ ৬১ হাজার ৩২১ জন ৷ আর এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে সাড়ে ৭৪ লক্ষের বেশি ৷ তথ্য অনুযায়ী ৭৪ লক্ষ ৬৪ হাজার ৮১৩ টি ৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮২,৯৪২ জন ৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০০ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ তবুও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার ৷ ১০ জানুয়ারির রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ ৷ তবে এই মূহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাত্র ১,৯৩৮ জন৷ হোম আইসোলেশনে ৫,৮৭৮ জন ৷ আর সেফ হোমে আছেন ৬৫ জন ৷ তবে স্বস্তির খবর,রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৩৯ জন ৷ রবিবার ছিল ৯৫৭ জন ৷ শনিবার ছিল ৯৭৮ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৪৩ হাজার ৮২৬ জন ৷ আর সুস্থতার হার বেড়ে ৯৬.৮৮ শতাংশ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*