আজ দুপুরেই কলকাতায় কোভিশিল্ড

Spread the love

প্রস্তুতি সম্পূর্ণ। এখন টিকাকরণ শুরু হওয়ার অপেক্ষা। আর মঙ্গলবার দুপুরেই রাজ‍্যে আসতে চলেছে কোরোনার ভ‍্যাকসিন। ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হতে চলেছে জরুরি ভিত্তিতে কোরোনার টিকাকরণ। এর জন্য স্বাস্থ্য দপ্তরও প্রস্তুত। তবে এরাজ‍্যে কবে ভ‍্যাকসিন এসে পৌঁছাবে, এই বিষয়ে সোমবার সন্ধ্যার পরও নিশ্চিত করে কিছু বলতে পারছিল না স্বাস্থ্য দপ্তর।

আশা করা হচ্ছিল, আজ না হলে আগামীকাল রাজ‍্যে আসতে পারে ভ‍্যাকসিন। রাজ‍্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীও জানিয়েছিলেন, দুই-তিন দিনের মধ্যে এ রাজ‍্যে কোরোনার ভ‍্যাকসিন এসে পৌঁছাবে বলে আশা করছেন তাঁরা।

অবশেষে সোমবার মধ‍্যরাতে স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, এরাজ‍্যের জন্য আজ দুপুরে পুনে থেকে ভ‍্যাকসিন পাঠানো হবে বলে তাঁরা জানতে পেরেছেন। এই পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার দুপুরের পর বিমানে কলকাতায় ভ‍্যাকসিন এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আজ প্রথম দফায় সাড়ে ১০ লাখ ডোজ়ের ভ‍্যাকসিন এরাজ‍্যে আসতে পারে। কলকাতা বিমানবন্দরে আসার পর সেখান থেকে এই ভ‍্যাকসিন প্রাথমিকভাবে বাগবাজারে অবস্থিত স্বাস্থ্য দপ্তরের স্টোরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এরপর এই স্টোর থেকে বিভিন্ন জেলার জন্য পাঠানো হবে ভ‍্যাকসিন। এর জন্য প্রস্তুতি সম্পূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রথম দফায় ভ‍্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মীরা। এর পরের দফায় পঞ্চাশোর্ধ্ব যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁরা ভ‍্যাকসিন পাবেন। জরুরি ভিত্তিতে ব‍্যবহারের জন্য কোভিশিল্ড এবং কোভ‍্যাকসিন এই দুই ভ‍্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*