বুধবার অর্থাৎ ২৭শে জানুয়ারি করোনা সংক্রমণ সংক্রান্ত বিশেষ গাইডলাইন জারি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে এই গাইডলাইন চালু করা হবে পয়লা ফেব্রুয়ারি থেকে। ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে এই সব নিয়ম। দেশে করোনা সংক্রমণের পরিস্থিতির কথা মাথায় রেখেই এই নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে খবর।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে
১. নজরদারি : কনটেনমেন্ট জোনগুলিতে কড়া নজরদারি চলবে। জেলা স্তরে খবর দিয়ে নজরদারি বাড়াতে হবে প্রয়োজন বুঝলে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া গাইডলাইড এই কনটেনমেন্ট জোনে মেনে চলতে হবে। কনটেনমেন্ট জোনে নজরদারি চালানো ও নিয়ম মেনে চলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের ও পুলিশের।
২. নিয়মবিধি : কেন্দ্রের পক্ষ থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে করোনা সংক্রমণ রুখতে যে ধরণের ব্যবস্থা ও সতর্কতা মেনে চলা হচ্ছিল, তাই জারি থাকবে। পরতে হবে মাস্ক, মানতে হবে সামাজিক দূরত্ব। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। বারবার হাত ধুতে হবে।
৩. জীবনযাত্রা : কনটেনমেন্ট জোনগুলির বাইরে সব রকম পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। সামাজিক, ধর্মীয়, ক্রীড়া, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক জমায়েত করা যাবে। বদ্ধ এলাকায় ২০০ জন নিয়ে এই জমায়েত করা যাবে। তবে কোনও হলের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ লোক থাকতে হবে সেখানে। সিনেমা হলে থাকতে পারবেন ৫০ শতাংশ দর্শক।
আরোগ্য সেতুর ব্যবহার বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকের মোবাইলে এই অ্যাপ রাখা প্রয়োজন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, দেশজুড়ে করোনার দৈনিক করোনা সংক্রমণ ফের বাড়ল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। সব মিলিয়ে বুধবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬ লক্ষ ৮৯ হাজার ৫২৭। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৫৩ হাজার ৭২৪।
গত সাত মাসের মধ্যে প্রথম দেশের দৈনিক সংক্রমণ ১০ হাজারের নীচে নেমে গিয়েছিল মঙ্গলবার। যা নিয়ে আশার আলো তৈরি হয়েছিল। তবে বুধবার ফের নতুন করে বেড়েছে উদ্বেগ। দেশে দৈনিক সংক্রমণ এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে বুধবার।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। করোনাকে কাবু করতে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ। ইতিমধ্যেই গোটা দেশে ২০ লক্ষ ২৯ হাজার ৪৮০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। ধাপে-ধাপে টিকা প্রদানের গতি আরও বাড়ানো হচ্ছে।
Be the first to comment