দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১০ জনের।
দেশে নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ৭৭ হাজার ২৮৪ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৪ লক্ষ ৬২ হাজার ৬৩১ জন। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৫৭ জন। এখন অবধি মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৫৯৬ জন।
ইতিমধ্যেই দেশজুড়ে করোনার টিকাকরণ অভিযান শুরু হয়েছে। আপাতত দুটি ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেক ও আইসিএমআর-এর তৈরি ‘কোভ্যাক্সিন’ দেওয়া চলছে রাজ্যে-রাজ্যে।
প্রথম পর্বে দেশের ৩ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারদের করোনার টিকা দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন শীঘ্রই আরও দুটি করোনার ভ্যাক্সিন আসছে।
Be the first to comment