দেশে আক্রান্ত আরও ১১ হাজার, শেষ ২৪ ঘন্টায় মৃত্যু ১১০ জনের

Spread the love

দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১০ জনের।

দেশে নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ৭৭ হাজার ২৮৪ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৪ লক্ষ ৬২ হাজার ৬৩১ জন। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৫৭ জন। এখন অবধি মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৫৯৬ জন।

ইতিমধ্যেই দেশজুড়ে করোনার টিকাকরণ অভিযান শুরু হয়েছে। আপাতত দুটি ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেক ও আইসিএমআর-এর তৈরি ‘কোভ্যাক্সিন’ দেওয়া চলছে রাজ্যে-রাজ্যে।

প্রথম পর্বে দেশের ৩ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারদের করোনার টিকা দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন শীঘ্রই আরও দুটি করোনার ভ্যাক্সিন আসছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*