করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে নাকাল অবস্থা ভারতের। গত এক মাসে প্রায় ২০ লক্ষ করোনা রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে নানা ধরনের পথ খুঁজছে কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দেশের সমস্ত স্মৃতিস্তম্ভ ও যাদুঘর বন্ধ রাখা হবে। আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এগুলি।
দেশে করোনাভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেল। এই প্রথম বার। গোটা অতিমারি পর্বে আমেরিকার পর শুধু ভারতেই একদিনে আক্রান্ত ২ লক্ষ ছাড়াল।
Be the first to comment