এবার শ্রীনগর ৷ হায়দায়পোরায় মৃত কোরোনা আক্রান্ত প্রৌঢ়। ৬৫ বছরের ওই ব্যক্তি আজ সকালে মারা যান ৷ তাঁর সংস্পর্শে আসা চারজনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে ৷ তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে ৷
দেশে সংক্রামিত ব্যক্তির সংখ্যা পৌঁছেছে ৬৪৯-এ ৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১২৪ জন আক্রান্ত হয়েছেন ৷ আজ নতুন করে দু’জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এদের মধ্যে একজন মুম্বইয়ের বাসিন্দা, অপরজন থানের ৷ মহারাষ্ট্রের পরই রয়েছে কেরালা ৷ সেখানেও আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে ৷
দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩৬৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন বলেন, ‘‘ দিল্লির মৌজপুরে কাল যে চিকিৎসকের কোরোনা সংক্রমণের ঘটনা সামনে আসে, তিনি সৌদি আরব থেকে আগত এক কোরোনা আক্রান্ত মহিলার সংস্পর্শে এসেছিলেন ৷ ওই চিকিৎসক ছাড়া আরও ৪ জন ওই মহিলার সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে ৷ চিকিৎসকের স্ত্রী ও মেয়েও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ চিকিৎসকের সংস্পর্শে আসা ৮০০ জনকে কোয়ারানটাইনে রাখা হয়েছে ১৪ দিনের জন্য ৷’’
অন্যদিকে ছত্তিশগড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ছয় ৷ ইন্দোরে আজ পাঁচজন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌছেছে ১০এ ৷ ইন্দোরে এক ব্যক্তির মৃত্যুতে ছড়িয়েছে আতঙ্ক ৷ তাঁকে কোরোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে পাঠানো হয়েছিল ৷ ওই ব্যক্তির ভ্রমণের কোনও ইতিহাস নেই ৷ তবে মৃত ব্যক্তির কোরোনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি ৷ গুজরাতে কোরোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৩-এ, আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব জয়ন্তী রাভি ৷
কোরোনা মোকাবিলায় আজ যেমন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন ৷ অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনী, নৌবাহিনী ও অন্যান্য সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেন ৷ কোরোনা মোকাবিলায় প্রস্তুতি ও পদ্ধতি নিয়ে রিভিউ বৈঠকটি হয় ৷ আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির লেফট্যানেন্ট গর্ভনর অনিল বৈজলের সঙ্গে কোরোনা ভাইরাস সম্পর্কিত একটি বৈঠকে বসবেন ৷
দেশজুড়ে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে ৷ প্রতিটি রাজ্যেই লকডাউন জারি করা হলেও এক এক রাজ্যে দেখা যাচ্ছে এক এক ছবি ৷ একদিকে যেমন দিল্লি-গাজিয়াবাদ সীমান্তে ঠিকাকর্মীদের ভিড় দেখা গেল, অন্যদিকে সিমলা, মেঘালয়ে দোকানে আগত ক্রেতাদের চকের লাইনে দাঁড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে দেখা গেল ৷
Be the first to comment