অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের প্রথম করোনা আক্রান্ত যুবক৷ বেলেঘাটা আইডি-তে চিকিৎসার পর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ নিয়ম মেনে সোমবার ফের ওই যুবকেরও শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে৷ দ্বিতীয় পরীক্ষাতেও শরীরে করোনার জীবাণু না মিললে তাঁর সুস্থতা সম্পর্কে নিশ্চিত হবেন চিকিৎসকরা৷করোনার চিকিৎসা বিধি অনুযায়ী, তার পরই হাসপাতাল থেকে নিয়ম মেনে ছাড়া পাবেন তিনি৷
রাজ্যের এক শীর্ষ আমলার ওই পুত্র লন্ডন থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ কলকাতায় ফেরার পর বিধি ভেঙে তিনি রেস্তোরাঁ সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিলেন বলে অভিযোগ৷ এর পর তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে৷
চিকিৎসা শুরু হওয়ার পর থেকে একদিন অন্তর তাঁর করোনা সংক্রমণের পরীক্ষা চলছিল৷ গত পরশুদিন পর্যন্ত ওই তরুণের রিপোর্ট পজিটিভ আসছিল৷ কিন্তু শনিবার তাঁর শরীরের যে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, এ দিন সকালে সেই রিপোর্ট বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে আসে৷ তাতে দেখা যায় ওই তরুণের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে৷ নিয়ম মেনে আটচল্লিশ ঘণ্টা পর আরও একবার ওই তরুণের করোনা সংক্রমণের পরীক্ষা করা হবে৷
ওই তরুণের থেকেই তাঁর বাবা, মা এবং পরিচারিকার শরীরেও সংক্রমণ ছড়িয়েছিল৷ ওই তরুণের মা এবং নবান্নে কর্মরত রাজ্যের শীর্ষ স্থানীয় এক আমলাও চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলে খবর৷
Be the first to comment