সঙ্কটজনক রাজ্যের দশম করোনায় আক্রান্ত নয়াবাদের বৃদ্ধ

Spread the love

শারীরিক অবস্থার অবনতি করোনায় আক্রান্ত নয়াবাদের বৃদ্ধের। গত কয়েকদিন পিয়ারলেস হাসপাতালে ভর্তি তিনি। জানা যাচ্ছে, হঠাত করেই ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শনিবার রাত থেকে অবস্থার অবনতি হতে থাকে। সূত্রের খবর, এই মুহূর্তে সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন ওই বৃদ্ধ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে হঠাত করেই রেচন প্রক্রিয়ার সমস্যা শুরু হয়।

যদিও ডাক্তার, নার্সরা সবরকম চেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ রবিবার সকালে বসে মেডিক্যাল বোর্ড। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েই মূলত আলোচনা হয় চিকিৎসকদের মধ্যে। এই পরিস্থিতিতে কি ওষুধ দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার সকালে জানা যায় শারীরিক অবস্থার সামান্য উন্নতি ঘটেছে করোনায় আক্রান্ত নয়াবাদের এই বৃদ্ধের। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা যায়। গত কয়েকদিন ধরে বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ওই বৃদ্ধের। জানা যায়, চিকিৎসায় সাড়া দিলেও ভেন্টিলেশনেই রয়েছেন ওই বৃদ্ধ। কোনও ভাবেই ডাক্তাররা রিস্ক নিতে চান না। আর তা চান না বলেই সর্বক্ষণ নজরে রাখা হচ্ছে। এরই মধ্যে শনিবার রাত থেকে ফের সমস্যা তৈরি হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে ভয়ঙ্করভাবে। যদিও এখনই হাল ছাড়তে নারাজ ডাক্তাররা।

অন্যদিকে তার পরিবারের চার সদস্যকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে তাদের নমুনা পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি তার এক আত্মীয়কে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি। এতদিন এরা হোম কোয়ারেনটাইনে ছিলেন। প্রতি মুহূর্তে নজরে রেখেছেন ডাক্তাররা। খোঁজখবর রাখছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। সূত্রের খবর, নয়াবাদের ওই ব্যক্তির বয়স প্রায় ৬৬। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল বলে জানা যায়।

উল্লেখ্য, কিছুদিন আগে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়েই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ডাক্তারদের সন্দেহ হওয়াতে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। নাইসেডে করোনা পরীক্ষায় ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। তবে এই ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই। কিন্তু তিনি মেদিনীপুর তার এক আত্মীয় বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বেশ কয়েকজন বিদেশি অতিথি। ইতিমধ্যে ওই বিয়ে বাড়িতে আমন্ত্রিত সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*