মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে আমলা-পুত্রকে

Spread the love

করোনা মুক্ত রাজ্যের তিন আক্রান্ত। যার মধ্যে রয়েছে আমলা-পুত্র। জানা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে আমলা-পুত্রকে। যদিও ছাড়ার আগে ফের একবার করোনার পরীক্ষা করা হয়। সবুজ সংকেত পাওয়ার পরেই আমলা-পুত্রকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সুস্থ রাজ্যে করোনায় আক্রান্ত আরও দুজনই। আতঙ্কের মধ্যেই কিছুটা হলেও স্বস্তির খবর।

সম্প্রতি তাঁর ফের শারীরিক পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে চেয়েছিলেন ডাক্তাররা। সেই কারণে ফের পরীক্ষা করা হয়। তখনও যদি নেগেটিভ আসে তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, হু যেভাবে করোনা আক্রান্ত রোগীকে ছাড়তে বলেছে ঠিক সেই ভাবেই একেও ছাড়া হবে বলে জানা যাচ্ছে।

শুধু ওই আমলা পুত্রই নয়, রাজ্যের প্রথম তিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীরাও আপাতত সুস্থের পথে। এদের মধ্যেই রয়েছে রাজ্যের এই আমলা পুত্র। সূত্রের খবর, প্রথম কয়েকজন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার পর নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার ওই নমুনা পরীক্ষা করা হয়। রবিবার তার রিপোর্ট আসে। তাতে তিন জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এরপরই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেলেঘাটা আইডি। রাজ্যে করোনা আক্রান্ত প্রথম যুবক যিনি রাজ্যের এক আমলার পুত্র, দ্বিতীয় আক্রান্ত হাবড়ার বাসিন্দা যুবতী এবং তৃতীয় বালিগঞ্জের যে যুবক লন্ডন থেকে ফিরেছিল তাঁর বাবা। কিন্তু বালিগঞ্জের যুবকের দেহে এখনও করোনা ভাইরাসের অস্তিত্ব রয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত যে তিন জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ৪৮ ঘন্টা পর ফের তাদের নমুনা পরীক্ষা করা হবে। ওই রিপোর্ট যদি নেগেটিভ আসে, তাহলে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে সারা দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও বেশি। মৃতের সংখ্যা দাঁড়াল ২৫।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*