মসজিদে যাওয়া ২৪ জনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস, টুইট করলেন আলাপন বন্দ‍্যোপাধ‍্যায়

Spread the love

সোমবার থেকেই দিল্লিতে চিন্তা বাড়িয়েছে নিজামুদ্দিন। মসজিদে এক বড়সড় জমায়েতে যোগ দিয়েছিলেন বহু মানুষ। সেখান থেকে সংক্রমণ হু হু করে ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই সেই জমায়েতে থাকা সাত জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

এবার ওই জমায়েতে থাকা ২৪ জনের শরীরে মিলল ভাইরাস। সোমবার থেকেই ওই মসজিদের জমায়েতে যোগ দেওয়া ব্যক্তিদের পরীক্ষার প্রক্রিয়া চলছিল। মঙ্গলবার যে রিপোর্ট এসেছে, তাতে দেখা গিয়েছে ২৪ জন করোনা আক্রান্ত। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন একথা জানিয়েছেন।

এই পরিস্থিতিতে ভয় বাড়ছে আরও। এদের সংস্পর্শে কারা এসেছিল, তা এবার চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে সেই মসজিদ। সেখানকার আবাসিকদের বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবারই মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শতাধিক সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে ওই মসজিদ থেকে।

মসজিদের জমায়েতে থাকা ৭ জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার থেকেও বেশি ভয় ছড়িয়ে পড়ার। তাই এই ঘটনায় ব্যাপক সংক্রমণের আশঙ্কা তৈরি করেছে।

দিল্লিতে ওই মসজিদে বহু মানুষের জমায়েত হয়েছিল বলে জানা গিয়েছে। আর তার মধ্যেই ছিলেন আক্রান্তরা। ১ থেকে ১৫ মার্চের মধ্যে অন্তত ২০০০ মানুষের সমাগম হয়েছিল সেখানে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরঘোজস্থান থেকে লোক এসেছিল ওই জমায়েতে যোগ দিতে।

ওই জমায়েতের পরও মার্কাজে থাকছিলেন ১৪০০ লোক। ফলে ব্যাপক হারে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছুদিন আগেই এই জমায়েতে থাকা এক মৌলানার মৃত্যু হয়েছে কাশ্মীরে।

মার্চের মাঝামাঝি এখানকার বাংলাওয়ালি মসজিদে এক সমাগম হয়। সেখানে অংশ নেওয়া ব্যক্তিদের সংক্রমণ নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ওই সমাগমে সৌদি আরব, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আসা অতিথিরা ছিলেন। তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকেই দিল্লির ওই ঘন বসতিপূর্ণ এল‌াকায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। নজরদারি চালাচ্ছে পুলিশ। মানুষের গতিবিধি খতিয়ে দেখতে ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের কোভিড-১৯ পরীক্ষা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। তবে কতজনকে এখনও পর্যন্ত চিহ্নিত করা গেছে সেই সংখ্যা প্রকাশ করেনি রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*