দেশে এখনও পর্যন্ত কোরোনা সংক্রমণের জেরে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে ৷ প্রায় ২০০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা ৷ এবার কোরোনা মোকাবিলায় ভারতকে ১ বিলিয়ন ডলারের আর্থিক সাহায্যের অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের ৷ বৃহস্পতিবার ব্যাঙ্কের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে ৷
বিশ্ব ব্যাঙ্ক প্রথম ধাপে ২৫ টি দেশকে ১.৯ বিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতার অনুমোদন দিয়েছে৷ সেই সঙ্গে ৪০ টি বেশি দেশকে সাহায্যের জন্য দ্রুত প্রক্রিয়ায় কাজ চলছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ ১.৯ বিলিয়ন ডলারের মধ্যে ১ বিলিয়ান ডলারের জরুরি আর্থিক সাহায্য করা হয়েছে ভারতকে ৷
বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, “Covid-১৯-এর মোকাবিলায় ব্যাঙ্কের বোর্ড অফ এগজিকিউটিভ ডিরেক্টর দ্রুত প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রথম ধাপে বিশ্বের বিভিন্ন প্রান্তের উন্নয়নশীল দেশগুলির জন্য জরুরি আর্থিক সাহায্য ঘোষণা করেছে ৷ ভারতকে ১ বিলিয়ন ডলার জরুরি আর্থিক সাহায্য করা হয়েছে ৷ এই অর্থ ভারতকে কোরোনা মোকাবিলায় সাহায্য করবে ৷ বিভিন্ন ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম (PPE), স্ক্রিনিং যন্ত্রাদি, ও নতুন আরও আইসোলেশন ওয়ার্ড স্থাপন করতে সহায়তা করবে ৷” পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশকেও আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ৷
পাকিস্তানকে ২০০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য করা হয়েছে ৷ আফগানিস্তানকে ১০০ মিলিয়ান ডলারের আর্থিক সাহায্য ৷ ৭.৩ মিলিয়ন মালদ্বীপের জন্য ও ১২৮.৬ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য করা হয়েছে শ্রীলঙ্কাকে ৷ সেই সঙ্গে কোরোনা প্যানডেমিকের মোকাবিলায় ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আগামী ১৫ মাসে ১৬০ কোটি ডলার অনুমোদন দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক ৷
ব্যাঙ্কের তরফে দেওয়া প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাঙ্ক অন্যদের উৎসাহিত করছে উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সাহায্য কারার জন্য ৷ যাতে উন্নয়নশীল দেশগুলি Covid-19 এর মোকাবিলা করতে সক্ষম হয় ৷
Be the first to comment