কোনও রঙয়ের উৎসব করা যাবে না, রাজ্য সভাপতিদের কাছে এলো নির্দেশিকা

Spread the love

গোটা বিশ্বে মহামারীর আকার নিয়েছে মারণ ভাইরাস করোনা। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে রোগ। ক্রমশ ভারতেও পরিস্থিতি খারাপ হচ্ছে। এর মধ্যেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। এর মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা ৩। যদিও গত সপ্তাহেই হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও নজর রাখা হচ্ছে তাঁদের উপর। অন্যদিকে চলতি সপ্তাহে গোটা দেশে মোট ২৫ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার খবর পাওয়া গিয়েছে।

বুধবার সকালে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সিং এই খবর জানিয়েছেন। অন্যদিকে, দোলের কোনও অনুষ্ঠানে থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার সকালে টুইটে প্রধানমন্ত্রী নিজেই সেকথা জানিয়েছেন৷ একসঙ্গে অনেক মানুষ যাতে দোলের অনুষ্ঠানে যোগ না দেন সেই পরামর্শও দিয়েছেন মোদী৷ শুধু তিনিই নয়, অমিত শাহও দোলের অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন। এরপরেই বিজেপির তরফে কড়া নির্দেশিকা পৌঁছে গিয়েছে সমস্ত রাজ্যে।

জানা গিয়েছে, দলের তরফে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। যেখানে তিনি সমস্ত রাজ্য সভাপতিদের হোলি উপলক্ষে কোনও অনুষ্ঠান করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী এবং অমিত শাহের এহেন টুইটের পরেই এহেন নির্দেশ দলের সর্ব ভারতীয় সভাপতির। করোনা ভাইরাস যেভাবে দেশে মাথা চাড়া দিচ্ছে সেই কারণেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিকমহলের একাংশের মতে, দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গোটা দেশের মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে দোলের উৎসবে বিজেপি নেতাদের মাতামাতি বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে জন মানসে। সেই কারণেই বিজেপি নেতৃত্বের এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের আতঙ্কে ত্রস্ত বিশ্ববাসী। চিনে মৃত্যু মিছিল অব্যাহত। এখনও পর্যন্ত দেশে মারণ এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ বলে জানা গিয়েছে। অন্যদিকে, আগামী সপ্তাহেই দোল উৎসব। রঙের খেলা, প্রিয়জনকে রাঙিয়ে দেওয়ার উৎসব। কিন্তু এবছর মারণ করোনাভাইরাসের জেরে রঙের উৎসব থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্বের অধিকাংশ বিজ্ঞানীরা।

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, নোভেল করোনাভাইরাসের কারণে এই বছর তিনি কোনওরকম দোলের অনুষ্ঠানে যোগদান করবেন না। সেইসঙ্গে দেশবাসীরা একসঙ্গে যাতে বহু সংখ্যক মানুষ দোলের অনুষ্ঠানে যোগ না দেন সেই পরামর্শও দিয়েছেন তিনি। এদিন সকালে নিজের টুইটারে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ”পৃথিবীজুড়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, দোলের দিন বহু সংখ্যায় মানুষ দোলের অনুষ্ঠানে যোগ না দিতে। এতে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকবে, তাই দোলের কোনও অনুষ্ঠানে আমি থাকবো না।”

এদিকে, ভারতে আসা ১৫ জন ইতালিয়ান পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাদের শরীরে ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে এইমস। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। এই নিয়ে ভারতে মোট ২১ জনের শরীরে মিলল এই ভাইরাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*