পূর্ব মেদিনীপুরের নতুন করে কোরোনায় আক্রান্ত ৬ জন। তাঁদের মধ্যে ৪ জন তমলুকের ও ২ জন হলদিয়ার বাসিন্দা । এনিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ ।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ১ মার্চ তমলুকে বছর আশির এক বৃদ্ধের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । তিনি কলকাতায় পান বিক্রি করতেন । তারপর তাঁর পরিবারের মোট ১৪ জন সদস্যকে প্রথমে তমলুক জেলা হাসপাতাল ও পরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ।
গতকাল তাঁদের সোয়াব সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ কলকাতায় পাঠায় । গভীর রাতে সেই রিপোর্ট আসে । জানা যায়, তাঁদের মধ্যে ৪ জন কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে রয়েছেন ওই বৃদ্ধের স্ত্রী (৫২) ও তাঁর ৪০ বছর বয়সের ছেলে। এছাড়া ওই বৃদ্ধের দুই ভাইপো । তাঁদের মধ্যে একজনের বয়স ২৫ ও অপর জনের বয়স ৩৪। এঁদের প্রত্যেককেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মেচোগ্রামের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অপরদিকে, নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন হলদিয়ার আরও দুই বাসিন্দা । ২ এপ্রিল হলদিয়ার দুর্গাচকের ৬৭ বছরের যে বৃদ্ধের শরীরে কোরোনার সংক্রমণ হয়েছিল, তাঁর স্ত্রীও (৫৬) কোরোনায় আক্রান্ত হয়েছেন ।
অন্যদিকে, দিল্লির নিজ়ামউদ্দজিনের ধর্মীয় সভায় যোগদানকারী আরও এক যুবকের শরীরে ধরা পড়েছে কোরোনার সংক্রমণ । বছর ৩৫ এর ওই যুবকের বাড়ি দুর্গাচকে । তিনি ২২ মার্চ দিল্লি থেকে বাড়ি ফেরেন । ২৩ মার্চ হলদিয়া মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষা করালে চিকিৎসকরা তাঁকে ১৪ দিনের হোম কোয়ারানটাইনে থাকার পরামর্শ দেন । পরে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে পাঠানো যে তালিকা জেলায় এসে পৌঁছেছে তাতে দেখা যায়, ওই যুবক নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন । তারপর তাঁকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ২ এপ্রিল হলদিয়া মহকুমা হাসপাতালে আইসোলেশন বিভাগে চিকিৎসার জন্য ভরতি করা হয় ।
গতকাল তাঁর সোয়াব সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয় । গভীর রাতে তাঁর রিপোর্ট এসে পৌঁছায় জেলা স্বাস্থ্য বিভাগে । রিপোর্টে দেখা যায় তিনি কোরোনায় আক্রান্ত । আজ তাঁকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য হলদিয়া থেকে স্থানান্তরিত করা হয়েছে । এনিয়ে নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভা থেকে ফেরা পূর্ব মেদিনীপুর জেলার দুই বাসিন্দা কোরোনায় আক্রান্ত হলেন । সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মোট ১১ জন কোরোনায় আক্রান্ত হওয়ায় জেলাবাসী বর্তমানে আতঙ্কে তটস্থ হয়ে রয়েছেন।
এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, ” গতকাল রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট আমাদের হাতে এসেছে তাতে নতুন করে 6 ব্যক্তির কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । প্রত্যেকেই পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ।”
Be the first to comment