২৪ ঘণ্টায় দেশে কোরোনায় মৃত ৩৫, আক্রান্ত বেড়ে ১৪৯

Spread the love

কোরোনায় আক্রান্ত গোটা বিশ্ব । বাদ পড়েনি ভারতও । দেশে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯। স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে সর্বমোট COVID-19 আক্রন্তের সংখ্যা ৫ হাজার ১৯৪ । এর থেকেই বোঝা যাচ্ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।

কোরোনা সংক্রমণ রুখতে ২৪ মার্চ প্রধানমন্ত্রী ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন । তার পরেও একের পর এক রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে । তাই লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি তুলেছেন অধিকাংশ রাজ্য।

যদিও এবিষয়ে সরকারি সূত্রে খবর, লকডাউন বাড়ানো হবে কি না সেবিষয়ে পরিস্থিতি বিচার করে প্রত্যেকটি রাজ্যের পরামর্শ নেওয়া হবে । কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেছেন, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে । এদিকে বোস্টন কনস্লাটিং গ্রুপ নামে একটি সংস্থা বিভিন্ন সার্ভে করার পর লকডাউন ৩ জুন অবধি বাড়ানোর পরামর্শ দিয়েছে । তেলাঙ্গানার তরফেও একই দাবি জানানো হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*