রাজ্যগুলির জন্য ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের, মৃত বেড়ে ১৬৬

Spread the love

করোনা ভাইরাস ক্রমেই আরও ভয়াবহ আকার নিচ্ছে ভারতে৷ এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বইয়ে ধারাভিতে আরও একজনের মৃত্যু হল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে৷ ভারতে করোনায় মৃত্যু বেড়ে হল ১৬৬৷ পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলির জন্য ১৫ হাজার কোটি টাকা এমার্জেন্সি রেসপন্স প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷

এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৩৪৷ গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে৷ ৪৭৩ জনের করোনা সেরে গিয়েছে৷ তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করে দিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে ওডিশায়৷ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পর্যাপ্ত পরিমাণে রয়েছে৷ তবে ডাক্তারি পরামর্শ মেনে তবেই এই ওষুধ ব্যবহার করা যাবে৷

আইসিএমআর জানিয়েছে, এখনও পর্যন্ত গোটা দেশে ১ লক্ষ ৩০ হাজার জনের নমুনা টেস্ট হয়েছে৷ তার মধ্যে ৫ হাজার ৭৩৪ জনের শরীরে করোনা পজিটিভ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*