করোনা আতঙ্কে এনআরএসে বন্ধ গাইনি ওয়ার্ড ও লেবার রুম

Spread the love

কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার এনআরএস হাসপাতাল৷ এখানেও করোনা আক্রান্ত এক প্রসূতি৷ তারপরই বন্ধ করে দেওয়া হল এনআরএস হাসপাতালের গাইনি ওয়ার্ড ও লেবার রুম৷

আইসোলেশনে পাঠানো হয়েছে ওই প্রসূতির সংস্পর্শে আসা অন্য রোগীদের৷ যদিও স্বাস্থ্য দফতরের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

জানা গিয়েছে, এনআরএস হাসপাতালের ওই প্রসূতিকে গত সোমবার অর্থাৎ ১৩ এপ্রিল লেবার রুমে নিয়ে আসা হয়েছিল৷ সেখানেই সোমবার সন্তান প্রসব করেন তিনি৷ তারপরই জানা যায় তিনি করোনা আক্রান্ত৷ বুধবার রাতে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে৷

এরপরই সদ্যোজাত ও প্রসূতিকে পাঠানো হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে৷ বন্ধ করে দেওয়া হয়েছে এনআরএস হাসপাতালের গাইনি ওয়ার্ড ও লেবার রুম৷ জীবাণুমুক্ত করা হচ্ছে ওই গাইনি ওয়ার্ড ও লেবার রুম৷

গত রবিবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এনআরএস হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। তিনদিন পর চালু হয় মেডিসিন ওয়ার্ড। বৃহস্পতিবার থেকে ফের সাধারণের জন্য পুরুষ মেডিসিন ওয়ার্ডটি খুলে দেওয়া হয়৷ চালু করা হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউ। কিন্তু এবার বন্ধ করে দেওয়া হল এনআরএস হাসপাতালের গাইনি ওয়ার্ড ও লেবার রুম৷

এর আগে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন প্রসূতি করোনা আক্রান্ত৷ এরপরই নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ্য দফতর৷ করোনা পরিস্থিতির মধ্যে সন্তান প্রসবের গাইডলাইন প্রকাশ করল ওই দফতর৷

এই গাইডলাইন বলা হয়েছে, করোনা পজিটিভ বা রোগের উপসর্গ থাকা অন্তঃসত্বা মায়ের আলাদা রাখতে হবে৷ প্রসবের জন্য আলাদা অস্ত্রোপচার করার ঘর সুনির্দিষ্ট করতে বলা হয়েছে প্রতিটি মেডিক্যাল কলেজে হাসপাতালকে৷ পাশাপাশি জেলা বা মহকুমা হাসপাতালকে সুনির্দিষ্ট নিময়কানুন মেনে আলাদা লেবার ওটি ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া আশা এবং এএনএমদের কাছে ফোনে পরামর্শ নেওয়ারও সুপারিশ দেওয়া হয়েছে অন্তঃসত্বাদের৷ কোভিড পজিটিভ প্রসূতিদের ক্ষেত্রে আইসোলেশন ব্যবস্থাযুক্ত নূন্যতম দ্বিতীয় স্তরের হাসপাতালে প্রসব করাতে বলা হয়েছে৷ এই ধরণের ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সকলকেই আদর্শ নিয়ম-কানুন মেনে এবং যথেষ্ট সতর্কতা নিয়ে প্রসব করাতে বলা হয়েছে।

পাশাপাশি সদ্যোজাতকে মায়ের বুকের দুধ খাওয়াতে বলা হলেও কোনওভাবেই যাতে মা থেকে সন্তানের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য যাবতীয় আদর্শ নিয়মকানুন মানতে বলা হয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*