দেশে ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। ৪০০ -এর ঘর পেরিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১৪।
অন্যদিকে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। ১২,০০০ পেরিয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত ৪১৪ ও সুস্থ হওয়া ১,৪৮৯ জন এবং দেশে বর্তমান অ্যাক্টিভ কেস ধরলে সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৮০।
বুধবার অবধি দেশে সর্বাধিক করোনা আক্রান্ত মহারাষ্ট্রেই। সেখানে প্রায় ৩০০০ এর কাছাকাছি পৌঁছেছে করোনা আক্রান্তর সংখ্যা। অন্যদিকে মহারাস্ট্রের পরেই এই তালিকায় দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ১৫০০। যা কিনা মহারাষ্ট্রের প্রায় অর্ধেক। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ইতিমধ্যে দেশে ১৩৪৩ জন মানুষ এই মারণ ভাইরাসের কবল থেকে মুক্তি পেয়েছে।
মৃতের দিক থেকেও এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ইতিমধ্যে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে সংখ্যাটা ৫৩। দিল্লি ও গুজরাতে আপাতত মৃতের সংখ্যা জানা গিয়েছে ৫৩। তেলেঙ্গনাতে সংখ্যাটা ১৮। পঞ্জাবে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে, তামিলনাডুতে মৃত্যু হয়েছে ১২ জনের ও উত্তর প্রদেশ ও কর্ণাটক থেকে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে।
আইসিএমআর-এর তথ্য অনুযায়ী দেশে ইতিমধ্যে ২ লক্ষ ৪৪ হাজার ৮৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞরা বারেবারে জানাচ্ছেন, ভারতের মত দেশে এই পরীক্ষা আরও দ্রুত বাড়াতে হবে এবং দেশব্যাপী তা চালু করতে হবে।
Be the first to comment