দেশে করোনা আক্রান্ত বেড়ে ১৪ হাজার ৩৭৮, মৃত ৪৮০

Spread the love

দেশে ফের লাফিয়ে বাড়ল আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ল মৃত্যুও। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৩৭৮ ও মৃত্যু হয়েছে ৪৮০ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।

দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত বৃদ্ধি পেয়েছে ৯৯১ টি। মৃত্যু হয়েছে ৪৩ জনের। ক্রমেই ভয়ঙ্কর দিকে এগোচ্ছে দেশ।

একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহে ভারতে সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারে করোনা সংক্রমণ। তবে আশঙ্কা কমিয়ে আরও বলা হয়েছে, যে এরপর থেকেই ওই সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হবে।

রিপোর্ট বলছে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশ। বলা হচ্ছে গোটা দেশের ৬০ শতাংশ আক্রান্ত এই পাঁচ রাজ্যেই ছড়িয়ে রয়েছে।

অন্যদিকে শনিবারের খব্র মোতাবেক নৌবাহিনীতেও ছড়িয়েছে করোনা ভাইরাস। মুম্বইতে করোনা আক্রান্ত হলেন ২০ জন ভারতীয় নৌবাহিনীর কর্মী। আক্রান্তদের নাভাল হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোন কোন ব্যক্তিরা ওই কর্মীদের সংস্পর্শে এসেছিল, তার খোঁজে রীতিমতো অভিযান চালানো হচ্ছে।

জানা গিয়েছে, আক্রান্ত কর্মীরা প্রত্যেকেই আইএনএস আংরে যুদ্ধজাহাজে কর্মরত ছিলেন। ওই কর্মীদের কাজ ছিল ওয়েস্টার্ন নেভাল কম্যান্ডকে প্রশাসনিকভাবে ও পরিকল্পনায় সাহায্য করা।

দেশে করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে ৩ মে অবধি লকডাউন রয়েছে দেশ। তবে ২০ এপ্রিলের পর থেকে অপেক্ষাকৃত স্বাভাবিক এলাকাগুলিকে লকডাউনের মধ্যেও কিছুটা ছাড় দিতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*