কলকাতায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের এসকর্ট গাড়ির BSF চালকের শরীরে মিলল করোনাভাইরাস। যদিও কেন্দ্রীয় দলের কেউ তাঁর সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে BSF। এ দিকে, বিএসএফ-এর সদর দফতরে এক কর্মীরও কোভিড ১৯ পজিটিভ হওয়ায়
হেডকোয়ার্টারের দুটি তল সিল করে দেওয়া হয়েছে।
কলকাতায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সেই দলেরই এসকর্ট কারের বিএসএফ চালকের করোনা ধরা পড়েছে তাঁর জ্বর থাকায় ৩০ এপ্রিলই তাঁকে কর্তব্য থেকে সরিয়ে কোয়ারানটিনে পাঠানো হয়েছিল। রবিবার তাঁর নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন, তার খোঁজ করা হচ্ছে। যদিও BSF-এর দাবি, ওই চালক IMCT-র কোনও সদস্যের সংস্পর্শে আসেননি।
এ দিকে, দিল্লিতেও সীমান্ত সুরক্ষা বাহিনীর ঘরে হানা দিয়েছে কোভিড ১৯। লোধি রোডে আট তলার সিজিও কমপ্লেক্সেই বিএসএফ-এর হেড অফিস। রবিবার সেখানে দুই কর্মীর শরীরে করোনা মেলায় বিল্ডিং সিল করে দেওয়া হয়েছিল।
সোমবার BSF-এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘৩ মে গভীর রাতে হেডকোয়ার্টারে কর্মরত BSF-এর এক হেড কনস্টেবলের করোনা ধরা পড়েছে। ১ মে তিনি শেষবার অফিসে এসেছিলেন। তিনি তৃতীয় তলে কাজ করতেন। আগাম সতর্কতা নিতে একতলা ও দোতলা বন্ধ রাখা হয়েছে।’ গত কয়েকদিনে ওই কর্মীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সবাইকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে। তাঁদেরও করোনার পরীক্ষা করানো হবে।
Be the first to comment