ফের শহরে কোরোনায় মৃত্যু হল দু’জনের ৷ তাঁরা সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন। গতকাল অর্থাৎ রবিবার রাতে এই দুই কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ৷
সূত্রের খবর , তাঁদের মধ্যে একজন ৭৩ বছরের প্রৌঢ় এবং অন্যজন ৪৭ বছরের এক মহিলা। ৩০ এপ্রিল কোরোনা আক্রান্ত এই দুইজনকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ এরপরে তাঁদের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে ৷ এমনকী , ২ মে তাঁদের ভেন্টিলেশনে রাখতে হয়। ভেন্টিলেশনে থাকাকালীন গতকাল রাতে তাঁদের মৃত্যু হয় ৷
জানা গেছে , ৭৩ বছরের এই প্রৌঢ় মিজোরামের বাসিন্দা। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি কলকাতায় এসেছিলেন। কলকাতায় আসার পরে তিনি সল্টলেকে অবস্থিত মিজোরাম হাউসে থাকতেন। এই প্রৌঢ়ের সংস্পর্শে আসা মিজোরাম হাউস়ের ২৬ জনকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে। মিজোরাম হাউস়ের অন্য দুই অতিথি বাসিন্দাকে কোরোনা হাসপাতালে ভরতি করানো হয়েছে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে , সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালে যে আক্রান্তের মৃত্যু হয়েছে , তিনি কলকাতার জোড়াবাগানে থাকতেন । তিনি মূলত গুজরাতের বাসিন্দা বলে জানা গেছে ।
Be the first to comment