অ্যামেরিকায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৭২ হাজার। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তরফে এই তথ্য জানানো হয়েছে। সেখানে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 12 লাখ ৩৮ হাজার।
এখন পর্যন্ত অ্যামেরিকায় সব থেকে বেশি কোরোনার সংক্রমণ দেখা গিয়েছে নিউইয়র্ক প্রদেশে ৷ সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৩০ হাজারের বেশি ৷ ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ আরও কয়েকটি প্রদেশে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ সেগুলি হল-নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, ইলনোইস ৷
কোরোনা সংক্রমণের দিক থেকে নিউইয়র্কের পরই রয়েছে নিউ জার্সি ৷ সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৷ আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে সেখানে ৷ বিশ্বজুড়ে কোরোনায় যত মৃত্যু হয়েছে তাঁর এক চতুর্থাংশের মৃত্যু হয়েছে অ্যামেরিকায় ৷
এখন পর্যন্ত বিশ্বে কোরোনায় আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৫৬ হাজার ৪২৩ জন ৷ মৃত্যু হয়েছে দু’লাখ ৫৯ হাজার জনের ৷ সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ৫৮ হাজার ৫৫২ জন ৷
Be the first to comment