এবার নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগ্রায় এক সাংবাদিকের মৃত্যু হল। আগ্রার জেলাশাসক জানিয়েছেন, ‘এস এন মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন এক সাংবাদিক। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে।’
জানা গিয়েছে, বুধবার থেকেই ওই সাংবাদিকের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। শেষমেশ বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে।
গোটা দেশেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬,৩৪২। করোনায় মৃত্যু বেড়ে ১৮৮৬। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন বা সেরে উঠেছেন এমন মানুষের সংখ্যা ১৬,৫৪০ জন।
সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সংক্রমণ সর্বাধিক। সেখানে মৃতের সংখ্যাও বেশি। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭,৯৭৪ জন।
সেরাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই তালিকায় রয়েছে গুজরাত, করোনা সংক্রমণের নিরিখে তৃতীয় রাজধানী দিল্লি। উত্তরপ্রদেশেও বাড়ছে সংক্রমণ। শুক্রবার সকাল পর্যন্ত যোগীরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,০৭১। করেনাায় উত্তরপ্রদেশে মৃত্যু বেড়ে ৬২। উত্তরপ্রদেশে করোনায় মৃত ওই সাংবাদিকের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
Be the first to comment