দ্রুত বেড়ে চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৷ সারা দেশে এই মুহূর্তে দ্রুত গতিতে এগিয়ে চলেছে আক্রান্তের সংখ্যা ৷ এবারে রাজ্যের করোনা আক্রান্ত ছাড়ালো ২ হাজার ৷ রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ২ হাজার ৬৩ জন ৷ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১২৪ ৷ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৫৷ এই মৃত ৫ জনের মধ্যে ৩ জন কলকাতার বাসিন্দা ৷
ওই বুলেটিন বলছে, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা যাওয়ার ফলে রাজ্যে মোট কোভিডে মৃত্যু দাঁড়াল ১১৮। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৯০ জনের।
গত কাল অর্থাৎ রবিবার সন্ধেয় জানা গেছিল, ১৫৩ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ১৯৩৯। আজ সেটাই আরও বেড়ে হল ২০৬৩। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১৩৭৪ জনের।
পাশাপাশি, সোমবারের বুলেটিনে আরও উল্লেখ রয়েছে, এ পর্যন্ত মোট ৪৭ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা হয়েছে করোনার। আজ সর্বাধিক নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত, সংখ্যাটা ৪২০১। ১৮টি ল্যাবে চলছে করোনার পরীক্ষা। রাজ্যের মোট ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯০৭টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে এ পর্যন্ত রয়েছেন ৬৬৮৯ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩ হাজার ২৯৬ জন।
Be the first to comment