বাংলায় আরও বাড়ল সংক্রমণ। রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৭৩। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও জানালেন, বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ১১০ জন৷ মোট আক্রান্ত ২,১৭৩ জন। এর মধ্যে অ্যাক্টিভ সংখ্যা ১,৩৬৩ জন৷ এছাড়া নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে ৫,০০৭টি। এখনও পর্যন্ত মোট ৫২,৬২২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এছাড়া করোনা রোগীদের সুস্থতার হার ২৮%। ছাড়া পেয়েছেন ২১ হাজার ২২ জন। সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৬ হাজার ৯৭৮। হোম কোয়ারেন্টিনে ২৪ হাজার ২৯৬। ছাড়া পেয়েছেন ৬৮ হাজার ১৯৯।
সোমবার সন্ধ্যার বুলেটিনে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন করে রাজ্যে ৫ জনের মৃত্যু হয়েছে৷ নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৪ জন৷ সুতরাং গতকালের তুলনায় নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে৷
রবিবারের বুলেটিনে প্রকাশ, নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছিল৷ আর একই সময় ১৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল৷ সোমবারের স্বাস্থ্য দফতর বুলেটিনের তথ্য অনুযায়ী রাজ্যে করোনা পজিটিভ রোগীর মৃতের সংখ্যা ছিল ১৯০ জন৷ যার মধ্যে কো-মর্বিডিটির (অন্যান্য রোগভোগ) কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের অর্থাৎ কোভিড-১৯ এ মৃত্যু ছিল ১১৮ জনের৷
গতকাল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন মোট ৪৯৯ জন৷ যা শতাংশের হিসেবে ২৪.১৯% ৷ রাজ্যে মোট করোনা টেস্টের সংখ্যা ছিল ৪৩ হাজার ৪১৪৷ রাজ্যের মোট ১৮টি ল্যাবে চলছে পরীক্ষা৷
রাজ্যে কোভিড হাসপাতাল রয়েছে ৬৮টি। রাজ্যে মোট ৮৫৭০টি বেড আছে বলেও জানা গেছে বুলেটিনে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
Be the first to comment