ছড়াচ্ছে সংক্রমণ, বাংলায় করোনা আক্রান্ত বেড়ে ২১৭৩

Spread the love

বাংলায় আরও বাড়ল সংক্রমণ। রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৭৩। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও জানালেন, বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ১১০ জন৷ মোট আক্রান্ত ২,১৭৩ জন। এর মধ্যে অ্যাক্টিভ সংখ্যা ১,৩৬৩ জন৷ এছাড়া নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে ৫,০০৭টি। এখনও পর্যন্ত মোট ৫২,৬২২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এছাড়া করোনা রোগীদের সুস্থতার হার ২৮%। ছাড়া পেয়েছেন ২১ হাজার ২২ জন। সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৬ হাজার ৯৭৮। হোম কোয়ারেন্টিনে ২৪ হাজার ২৯৬। ছাড়া পেয়েছেন ৬৮ হাজার ১৯৯।

সোমবার সন্ধ্যার বুলেটিনে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন করে রাজ্যে ৫ জনের মৃত্যু হয়েছে৷ নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৪ জন৷ সুতরাং গতকালের তুলনায় নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে৷

রবিবারের বুলেটিনে প্রকাশ, নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছিল৷ আর একই সময় ১৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল৷ সোমবারের স্বাস্থ্য দফতর বুলেটিনের তথ্য অনুযায়ী রাজ্যে করোনা পজিটিভ রোগীর মৃতের সংখ্যা ছিল ১৯০ জন৷ যার মধ্যে কো-মর্বিডিটির (অন্যান্য রোগভোগ) কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের অর্থাৎ কোভিড-১৯ এ মৃত্যু ছিল ১১৮ জনের৷

গতকাল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন মোট ৪৯৯ জন৷ যা শতাংশের হিসেবে ২৪.১৯% ৷ রাজ্যে মোট করোনা টেস্টের সংখ্যা ছিল ৪৩ হাজার ৪১৪৷ রাজ্যের মোট ১৮টি ল্যাবে চলছে পরীক্ষা৷

রাজ্যে কোভিড হাসপাতাল রয়েছে ৬৮টি। রাজ্যে মোট ৮৫৭০টি বেড আছে বলেও জানা গেছে বুলেটিনে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*