২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত আরও ১৪২, মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ হাজার

Spread the love

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২ জন। মারা গেছেন আরও ৩ জন। সুস্থ হয়ে উঠে ছাড়া পেয়েছেন ৬২ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১০৩। কোভিডে মোট মৃত্যু হয়েছে ১৮১ জনের। মোট সুস্থ হয়ে উঠেছেন ১১৩৬ জন। বুধবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে।

বুলেটিন এ-ও বলছে, ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৫৩ জনের। গত কাল অর্থাৎ মঙ্গলবার সন্ধেয় জানা গেছিল, ১৩৬ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ২৯৬১। আজ বুধবার সেটা বেড়ে হয়েছে ৩১০৩। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় আছে ১৭১৪ জনের।

১১৩৬ জন সেরে ওঠার পরে সব মিলিয়ে আজ রাজ্যের ডিসচার্জ রেট হয়েছে ৩৬.৬০ শতাংশ। অর্থাৎ মোট করোনা আক্রান্ত যত জন, তার এক তৃতীয়াংশেরও বেশি সেরে উঠেছেন অসুখ থেকে। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩৬ জন। তার আগের দিন, সোমবার আক্রান্ত হয়েছিলেন ১৪৮ জন। রবিবার আক্রান্ত হয়েছিলেন ১০১ জন। অর্থাৎ প্রতিদিনই ১০০-র ওপর বাড়ছে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা।

পাশাপাশি এদিনের বুলেটিন আরও বলছে, এ পর্যন্ত মোট এক লক্ষ ১১ হাজার ২ জনের নমুনা পরীক্ষা হয়েছে করোনার। আজ পরীক্ষা হয়েছে ৮৭২০টি নমুনার। প্রতি ১০ লক্ষ জনের মধ্যে ১২৩৩ জনের পরীক্ষা হচ্ছে। এখনও পর্যন্ত যত জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২.৮০ শতাংশের মধ্যে কোভিডের উপস্থিতি পাওয়া গিয়েছে। ১৮টি ল্যাবে চলছে করোনার পরীক্ষা।

রাজ্যের মোট ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯০৭টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে এ পর্যন্ত রয়েছেন ১২ হাজার ৬১১ জন। এই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। বেড়েছে হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যাও, ১ লক্ষ ৬৭ হাজার ২১১ জন।

তবে রাজ্যে যত জন মোট করোনায় আক্রান্ত, তাঁদের প্রায় অর্ধেকই কলকাতার বাসিন্দা। আজকের বুলেটিন বলছে, এ শহরে নতুন করে ৬৯ জনের করোনা ধরা পড়ার পরে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৫০২। কলকাতায় কোভিডে মোট মারা গেছেন ১১৭ জন। করোনায় আক্রান্ত হয়ে কোমর্বিডিটির কারণে মারা গেছেন আরও ৫২ জন। ফলে করোনা সংক্রামিত অবস্থায় এ শহরে মোট মৃত্যু হয়েছে ১৬৯ জনের।কলকাতার পরেই আছে হাওড়া, সেখানে আক্রান্তের সংখ্যা ৬৪৯। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*