রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৯৪, মৃত আরও ৬

Spread the love

আমফানের তাণ্ডবে রাজ্যে এখনও পর্যন্ত ৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৯ জনের। বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, এই দুর্যোগের মধ্যে আবার কোভিডে মারা গিয়েছেন আরও ৬ জন।

গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ৯৪ করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। গত প্রায় দু’মাস ধরে করোনা আতঙ্কে গোটা রাজ্য কার্যত গৃহবন্দি। উঠতে বসতে সকাল বিকেল আলোচনা, সতর্কতা তা নিয়েই কোভিডকে নিয়েই আবর্তিত হচ্ছিল। গত চব্বিশ ঘন্টায় সেই স্থানটাই দখল করে নিয়েছিল নতুন এক দুর্যোগ। যা রাজ্যের বিস্তীর্ণ এলাকাকে তছনছ করে দিয়ে গিয়েছে। কিন্তু এও দেখা গেল, কোভিডও থেমে নেই। নতুন যে ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৪৭ জনই কলকাতার। ১০ জন উত্তর চব্বিশ পরগনার।

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট ৩১৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯৩ জন। এমনকি স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, এই দুর্যোগের মধ্যেও ৫৭ জন কোভিড রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে সামগ্রিক ভাবে রাজ্যে কোভিড আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার বেড়ে এখন ৩৭.৩১ শতাংশ হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*