নতুন করে করোনায় আক্রান্ত আরও ৬৭৬৭, প্রত্যেকদিনই রেকর্ড ভাঙছে ভারত

Spread the love

একদিনে আক্রান্তের সংখ্যায় প্রত্যেকদিনই রেকর্ড ভাঙছে ভারত। ফের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ল অনেকটাই। শনিবার ৬,৭৬৭ জন আক্রান্তের খোঁজ মিলেছে। ভারতের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮।

তবে গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে। এখনও পর্যন্ত ভারতের মৃতের সংখ্যা ৩,৮৬৭ আর সুস্থ হয়েছেন ৫৪,৪৪১ জন। করোনা মহামারীর প্রকোপ উত্তরোত্তর বেড়েই চলেছে ভারতে। এর আগে শনিবার একদিনে নতুন করে আক্রান্ত হয় ৬,৬৫৪ জন। মুম্বইতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে রেজাল্ট জানানো হয়। সমস্ত বেসরকারি ল্যাবরেটরিগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে মোট ১.১৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে।

রাজস্থানে ফের নতুন করে বেড়েছে সংক্রমণ। শনিবার সেখানে আক্রান্ত হয়েছে ৪৮ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। রাজস্থানে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,৫৪২। বর্তমানে চিকিৎসাধীন ২,৬৯৫।

এর আগে বৃহস্পতিবারও একধাক্কায় ৬০০০ বেড়ে গিয়েছিল করোনা আক্রান্তের সংখা। দিল্লিতে ফের করোনা সংক্রমণের প্রকোপ। শনিবার দিল্লি স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় নতুন করে আরও ৫৯২ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। দিল্লির মোট কোভিড-১৯ পজিটিভ সংখ্যা ১২,৯১০। তার চেয়েও বড় আশঙ্কার বিষয়, গত ২৪-ঘণ্টায় মারা গিয়েছেন ২৩ জন। মোট মৃতের সংখ্যা ২৩১।

এদিকে দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত দেশজুড়ে জারি থাকবে লকডাউন। এই ১৪ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।

অন্যদিকে, ফের করোনার থাবা বলিউডে। করোনা আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা কিরণ কুমার। অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। গত ১০ দিন ধরে তিনি কোয়ারান্টিনে রয়েছেন। তিনি জানান, সম্প্রতি, একটি ছোট পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই করোনা পরীক্ষায় তাঁর পজিটিভ ধরা পড়ে।

গত ১৪ মে অভিনেতার কুমারের কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপর থেকে উনি হোম কোয়ারেন্টাইন থাকছেন ৷ নিজের পরিবারের সকলের থেকেও আলাদা থাকছেন তিনি ৷ ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর তাঁর পরের কোভিড টেস্ট ২৫ তারিখ হবে ৷ জানা গিয়েছে ৭৪ বছর বয়সী এই অভিনেতার শরীরে কোনও লক্ষণ ছিল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*