রাজ্যে করোনাভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ১৯৮। নতুন করে আর কারও মৃত্যু হয়নি, মৃতের সংখ্যা ১২। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৬৬ জন। রবিবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনটাই জানা গেল।
তাতে আরও বলা হয়েছে, এই মুহূর্তে রাজ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৫ হাজার ৮১ জন। নজরদারির সময় পার করে ফেলেছেন ২৩ হাজার ১৩২ জন। রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে আইসোলেশনে থেকেছেন মোট ৩ হাজার ২৩৩ জন। আইসোলেশন পর্ব পার করে ছাড়া পেয়ে গেছেন ২ হাজার ৭০৮ জন।
এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে বা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ৫২৫। রাজ্যে মোট করোনা টেস্ট হয়েছে ৫ হাজার ৪৫ জনের। রাজ্যের মোট ৫৮২টি কোয়ারেন্টাইন সেন্টারে এই মুহূর্তে রয়েছেন ১৩ হাজার ৫৬০ জন।
যদিও রবিবার বিকেলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে আপডেট দিয়েছে, তাতে রয়েছে এ রাজ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে কেন্দ্রের হিসেব অনুযায়ী এ রাজ্যে করোনা অ্যাকটিভ হওয়ার কথা ২৩৬ জনের।
Be the first to comment