করোনা সংক্রমণে নতুন রেকর্ড; গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮,৬৩৭, মৃতের সংখ্যা বেড়ে ২২,৬৭৪

Spread the love

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আনলকের দ্বিতীয় পর্বে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে।

স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮,৬৩৭ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৫১ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২,৬৭৪। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৩৪ হাজার ৬২০। এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত।

দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক স্থানে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ৬০০ আর মৃত্যু হয়েছে ১০,১১৬ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,১৩৯ জন। আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ২২৬ আর মৃত্যু হয়েছে ১,৮৯৮ জনের। এর পরেই রয়েছে দিল্লি, এ রাজ্যে আক্রান্ত ১ লক্ষ ১০ হাজার ৯২১ জন। মৃত্যু হয়েছে ৩,৩৩৪ জনের। গুজরাতে আক্রান্তের সংখ্যা ৪০,৯৪১ আর মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের।

কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬,২১৬ আর মৃত্যু হয়েছে ৬১৩ জনের। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৩৫,০৯২ জন । মৃত্যু হয়েছে ৯১৩ জনের। তেলেঙ্গানায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩,৪০২ জন আর মৃত্যু হয়েছে ৩৪৮ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৪৫৩, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৬। অন্ধ্র প্রদেশে সংক্রমিত হয়েছেন ২৭,২৩৫ জন। সেখানে মৃত্যু হয়েছে ৩০৯ জনের। রাজস্থানে সংক্রমিত হয়েছেন ২৩,৭৪৮ জন। মৃত্যু হয়েছে ৫০৩ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*