এবার করোনায় আক্রান্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক চহ্বন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ছেন। বর্তমান মহারাষ্ট্র মন্ত্রিসভারও সদস্য বর্ষীয়ান এই রাজনীতিবিদ। আগেই করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের আরও এক মন্ত্রী। এবার অশোক চহ্বনও করোনা আক্রান্ত হওয়ায় মন্ত্রিসভার বাকি সদস্যদের নিয়ে তৈরি হয়ছে উদ্বেগ।
গোটা দেশেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে মারণ করোনা। দেশের মধ্যেই মহারাষ্ট্রেই ব্যাপক হারে ছড়িয়েছে মারণ ভাইরাসের সংক্রমণ। শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০,২৩১। মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ১৬৩৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১৪,৬০০ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
মহারাষ্ট্রে আগেই করোনায় সংক্রমিত হন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য জীতেন্দ্র আওয়াধ। যদিও বর্তমানে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এবার করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য অশোক চহ্বন। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। আদর্শ হাউসিং কেলেঙ্কারির অভিযোগে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়। যদিও পরে ওই মামলা থেকে ক্লিনচিট পান তিনি।
এদিকে, মহারাষ্ট্র মন্ত্রিসভার দুই সদস্য নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বেড়েছে উদ্বেগ। বাকি মন্ত্রিদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। গোটা দেশেই লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫। করোনায় এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২১। ৫৭ হাজার ৭২১ জন করোনামুক্ত হয়েছেন।
Be the first to comment