করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি আরও ৩

Spread the love

ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে ভয়াল করোনা। সোমবার সকালে করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে আরও তিনজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে. এদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি এক শ্রমিক বলে জানা যাচ্ছে। আরও একজন নাগেরবাজারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তিনি এক প্রৌঢ়।

ইএম বাইপাস সংলগ্ন রুচিরা আবাসনের বিদেশ ফেরত এক বাসিন্দাকেও করণা আক্রান্ত সন্দেহে আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকালে ধর্মতলার বাসস্ট্যান্ডে এক যুবককে অসুস্থ হিসেবে দেখতে পাওয়া যায়. জ্বরে আক্রান্ত হয়েছেন ওই যুবক. তড়িঘড়ি সেই যুবককে উদ্ধার করে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, এদিন সকালেই নাগেরবাজারের এক বাসিন্দাকেও করোনা আক্রান্ত সন্দেহে আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়. এরই পাশাপাশি ই এম বাইপাস এর কাছে রুচিরা আবাসনের এক বাসিন্দাকে নিয়ে যাওয়া হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল. ওই ব্যক্তিও করণা আক্রান্ত সন্দেহে আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন সদ্য বিদেশ থেকে ফিরেছিল ওই ব্যক্তি।

রবিবার জনতা কার্ফু’র দিনে কলকাতায় তিনজনের শরীরে পাওয়া যায় COVID19 পজিটিভ৷ ফলে সংখ্যাটা বেড়ে হয়েছে ৭৷ একই সঙ্গে দেশেও হুহু করে বাড়ছে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা৷ সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৫ জন৷

বালিগঞ্জে আরও তিন জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। পন্ডিতিয়া রোডে একই পরিবারের তিনজনের দেহে পাওয়া গিয়েছে এই ভাইরাস। তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে আতঙ্ক বাড়ছে শহরবাসীর মনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*