গার্ডেনরিচ থানার OC-এর পর এবার জোড়াবাগান ট্রাফিক গার্ডের কনস্টেবল। ফের কোরোনার হানা কলকাতা পুলিশে। আজ ওই কনস্টেবলের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে খবর। তাঁকে MR বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। লকডাউনের মাঝে কলকাতায় প্রতিদিন প্রায় ৫ হাজার ট্রাফিক পুলিশ কর্মী রাস্তায় নামছেন। ওই কনস্টেবলও সেই ভাবেই ডিউটি করছিলেন। কিন্তু দিন কয়েক আগে তাঁর জ্বর হয়। তারপরই তাঁকে কোয়ারানটিনে রাখা হয় ৷ পরে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে ৷ ফলে জোড়াবাগান ট্রাফিক গার্ডের কর্মীরা কিছুটা হলেও চিন্তায় পড়েছেন। নিয়ম অনুযায়ী ওই কনস্টেবলের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের কোয়ারানটিনে পাঠিয়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। এই নিয়ে কলকাতা পুলিশের তিন কর্মীর কোরোনা সংক্রমণ হল।
দিন কয়েক ধরে গুজব ছড়িয়েছিল জোড়াবাগান থানার দুই পুলিশকর্মীকে নিয়ে । গুজবে ছড়িয়েছিল যে , ওই দুই পুলিশ কর্মী কোরোনা পজ়িটিভ । সেই কারণেই তাঁরা তাঁদের বাড়ি উল্টোডাঙায় যেতে চাননি । তাঁদের ঠাঁই হয়েছে থানার বাইরের একটি গাড়িতে । থানার পুলিশ কর্মীরা মাঝেমধ্যে তাঁদের খাবার দিয়ে যাচ্ছেন । থানার বাইরের এক পরিত্যক্ত গাড়ি ওই দুই পুলিশকর্মীর স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে । কারণ তাঁরা বহু চেষ্টা করেও কোনও হাসপাতালে বেড পাননি । সেই গুজবের মাঝেই জোড়াবাগানেই ট্রাফিক গার্ডে কোরোনা আক্রান্ত হলেন এক কনস্টেবল ।
Be the first to comment