সুস্থতার পথে বাংলা। গত ২৪ ঘণ্টায় ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। দৈনিক সংক্রমিত চল্লিশেরও কম । প্রাণ গিয়েছে একজনের। হু হু করে কমছে পজিটিভিটি রেটও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৫ জন। যা রবিবারের তুলনায় অনেকটাই কম। পজিটিভ কেস ২০ লক্ষ ১৬ হাজার ৪৭৩। বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১২১ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৩ হাজার ৯২০ জন ভাইরাসকে হারিয়েছেন। সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ।
এদিন করোনায় প্রাণ হারিয়েছেন মাত্র ১ জন। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৮৮ জন। মৃত্যুহার কমে দাঁড়াল ১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের পাশাপাশি কমেছে নমুনা পরীক্ষা। একদিনে ১১ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৪৫ লক্ষ ৬ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.২৯ শতাংশ। তবে টিকাকরণ চলছে জোরকদমে। ৭ হাজার ৪৬০ টিকা দেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণ কমলেও যতটা সম্ভব সাবধানে চলারই পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন তাঁরা।
Be the first to comment